মানুষের চিন্তা ও বোঝাপড়ার একটা ভ্রমণের ব্যাপার আছে। ফলে, মানুষের যে কোন পরিবর্তনকে দার্শনিকভাবে লোকেইট করতে পারার একটা ব্যাপার আছে। এই জায়গা থেকেই, আমি রাজনীতিতে অবস্থান পরিবর্তনের থিসিস বইলা একটা ব্যাপারের কথা বলি সব সময়, যা আমি খুঁজি, যারা পরিবর্তিত হইছেন বইলা দাবী করেন বা মনে করেন, তাদের মধ্যে। তো, একটু আগে খেয়াল করলাম, ফেসবুকের সাম্প্রতিক বন্ধু আরিফ রহমান একটা কনফেশন করেছেন, তার একদা অতীত চিন্তা ও মতাদর্শিক ডগমা নিয়া। তিনি রীতিমত ক্ষমা চেয়েছেন। ফলে, আরিফের এই কনফেশন ও ক্ষমা চাওয়ারে গুরুত্বের সাথে বুঝতে চাইলাম। তার মতে, দুই হাজার তের থেকে চোদ্দ সাল তার রাজনীতি ও ইতিহাস নিয়ে বোঝাপড়ার সূচনা কাল এবং ২০২১ এর মাঝামাঝি সময় পর্যন্ত নিজের একটিভিজম ও লেখালেখি গ্রেটার আওয়ামী ন্যারেটিভের ছাতার নিচের ঘটনা, এখন তিনি যার থেকে মুক্ত। এইটা ইন্টারেস্টিং এবং যে কারো জন্যই এইটুক কনফেশন করতে পারাটা তো বেশ ভাল ব্যাপারই। তো, খুঁজে দেখলাম, ভদ্রলোকের বেশ বইপত্র আছে তার দাবীকৃত সময়কার। এই বইপত্রগুলো নিয়া কী করতে হবে, প্রত্যাহার করছেন কিনা, এই কনফেশনে উনি বলেন নাই তার বন্ধুদের। খেয়াল করলাম, তার এই কনফেশনে স্রেফ নতুন ক্ষমতা হিশেবে হাজির জিয়াউর রহমান সম্পর্কিত অতীত পাপের তওবা আছে মাত্র। এইটুকুর বাইরে আমাদের ইতিহাস ও রাজনীতি নিয়ে আরিফের কোন নতুন বোঝাপড়া তৈরী হইছে কি? এই কনফেশনে আমি এরকম কিছু লক্ষ্য করি নাই। মানে, এইটারে আমি দার্শনিকভাবে লোকেইট করতে পারতেছি না তেমন কইরা, স্রেফ পরিবর্তিত ক্ষমতারে বাউ করার ব্যাপার ছাড়া। এই ব্যাপারটা আলাপে আনলাম, কারণ, আমার আগ্রহ ঠিক আরিফ না, অন্য কিছু। তা হল, একটা জুলাই আমাদের মধ্যে ঠিক কোন পরিবর্তনটা তৈরী করতে সক্ষম হল, তারে তার দর্শন ও ক্ষমতাসহ লোকেইট করা।
Rifat Hasan
· 1 day ago
January 3, 2026
0 readers till now, 0 new visits today.