'সামান্য' নিয়া ভাবছি। খেয়াল করলাম, হাসনাত আবদুল্লাহ আর তারেক রহমান হলেন, সামান্যের পুত্র। বাগদাদ শহর থিকা ইসলাম ধর্ম প্রচার করতে আসা উচ্চবংশিয় আশরাফ পুত্র আর পৌত্রাদির পালানোর পরে, এখন এই সামান্যের পুত্রদের নেতৃত্ব পাচ্ছি আমরা। একজন হলেন, সামান্য মেজরের পুত্র। আরজন সামান্য রাজমিস্ত্রির পুত্র। একজনের বয়স আর জনের অর্ধেকের চেয়ে কম। কিন্তু উভয়রেই পিতার পরিচয় নিয়া কটাক্ষ করা হইছে ফটকা ও অবৈধ ক্ষমতাধরদের পক্ষ থিকা। তারেকের পিতাকে সামান্য দুই টাকার মেজর কইয়া কটাক্ষ করতেন ভূতপূর্ব স্বৈরাচার। আরজন, হাসনাত আবদুল্লাহরে কটাক্ষ করছেন স্থানীয় ফটকা সামন্তের দালাল। ফলে, এইটা তারেক রহমান আর হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক শ্রেণী সংগ্রামও। বাগদাদ বংশীয় আশরাফ ও বর্ণবাদী ব্রাহ্মণদের বিপরীতে। আমি আশা করছি, এই ঘটনাটি মনে রাখবেন তারেক রহমান ও হাসনাত আবদুল্লাহ, আপনারা উভয়ই।
Rifat Hasan
· 1 day ago
January 3, 2026
0 readers till now, 0 new visits today.