Rifat Hasan
· 2 days ago
তারেক সম্ভবত যে ইশারা দিলেন, বা আমরা পেলাম গতকাল, তা গুরুত্বপূর্ণ। ইতিহাসের আওয়ামী বয়ানের কারণে আমরা একটা পরস্পর থিকা দূরের দ্বীপ হিশেবে তৈরী হওয়া বাংলাদেশকে দেখি, সব সময়। কিন্তু এইটাই আলটিমেইট ট্রুথ না, এইসব মূলত মতলবিদের বানানো দুর্বল মিথ। বরং, বাংলাদেশের ঐতিহাসিক বাম মৌলবাদ ও প্রতিক্রিয়াশীলতা, যা মূলত মুজিববাদের সিলসিলাকে উগ্রভাবে লালন করে, উগ্র ধর্মপন্থা, যা দেশের মানুষ গ্রহণ করে না, ও দেশের মানুষের মধ্যে যে আওয়ামী তরিকার বিভাজন, যা ইন্ডিয়ার তৈরী করে দেওয়া, এইসবই আমাদের নেতাদের এক মুহূর্তের নড়াচড়া ও জেশ্চারে উড়ে যেতে পারে। তো, এই যে ইশারাটি আমি পড়লাম, এই ইশারারে আপনারাও পইড়েন, যদি সুযোগ পান। বা, তারেক রহমানকে কি আমি ঠিকঠাক পড়তে পারলাম?
January 2, 2026
1 readers till now, 0 new visits today.